ইডেন টেস্ট দেখতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রন জানালেন মোদি

আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ দিয়ে দিবা-রাত্রির টেস্ট খেলার অভিষেক হবে দুই দলের।

তাই ঐতিহাসিক এই ম্যাচটিকে স্বরনীয় করে রাখতে নানা আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই ম্যাচ দেখতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রন জানিয়েছে বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি।

তবে এবার প্রধানমন্ত্রীকে আমন্ত্রন জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে তিনি এ চিঠি পাঠান। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তার দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে টেস্ট ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে শেখ হাসিনাকে চিঠি দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। সেই আমন্ত্রণপত্র গ্রহণ করে প্রধানমন্ত্রী এরই মধ্যে কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দুই প্রতিবেশী দেশের মধ্যে কলকাতায় অনুষ্ঠেয় ওই টেস্ট ম্যাচ দেখতে যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া মাঠে উপস্থিত থাকবেন পশ্চিম বাংলার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শুধু তাই নয় দিবা-রাত্রির এই ম্যাচে বাংলাদেশ ও ভারদের অভিষেক ম্যাচের ক্রিকেটারদেরও আমন্ত্রন জানানো হয়েছে।

এসএইচ-০৮/১৪/১৯ (স্পোর্টস ডেস্ক)