দশ বছর পর পাকিস্তানে ফিরছে টেস্ট ক্রিকেট

২০০৯ সালে সফরকারী শ্রীলঙ্কার উপর সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে প্রায় দশ বছর পাকিস্তানে নিষিদ্ধ আন্তর্জাতিক ক্রিকেট। গত দুই এক বছরে পাকিস্তানের সর্বসাধারণ এর আপ্রান চেষ্টায় টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট ফিরলেও পাকিস্তানে ফিরেনি ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্ট।

অবশেষে শেষ হচ্ছে সেই প্রতীক্ষা। দশ বছর পর আবারও ঘরের মাঠে ফিরছে লংর্গার ভার্সনের ক্রিকেট।

আগামী ডিসেম্বরে সেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।

গত মাস খানেক আগে শ্রীলঙ্কার পাকিস্তান সফর এর শেষ হতে না হতে ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিলো টেস্ট খেলতে পাকিস্তান যাবে শ্রীলঙ্কা। কিন্তু পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু না জানানোয় এতোদিন ধোয়াশা ছিলো পাকিস্তানে টেস্ট নিয়ে।

বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে পাকিস্তান ও শ্রীলঙ্কা উভয়েরর মধ্যে থেকে ঘোষনা করা হয়। ডিসেম্বর এর ১৯ তারিখ দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ দিয়ে পাকিস্তানে প্রত্যাবর্তন হতে যাচ্ছে ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্ট।

এসএইচ-১০/১৪/১৯ (স্পোর্টস ডেস্ক)