ফ্লাডলাইটে ব্যাটিং করা হলো না টাইগারদের

ক্রিকেটের অনেক ইতিহাসের সাক্ষী কলকাতার ইডেন গার্ডেনে তৈরি হলো আরও এক ইতিহাস। উপমহাদেশের প্রথম ‘পিঙ্ক বল (গোলাপি বল)’ টেস্টের আয়োজক হিসাবে ইতিহাসের পাতায় নাম উঠলো এই মাঠের।

আর এই ইতিহাসের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের নামও।

পুরো দিনের ছয় ঘণ্টার মধ্যে তিন ঘণ্টা হবে সন্ধ্যে নামার আগেই, বাকি তিন ঘণ্টা হবে ফ্লাডলাইটের আলোর নিচে সন্ধ্যে নামার পরে।

তবে টস জিতে ব্যাট হাতে নেমে ভারতের বোলারদের তোপে দাঁড়াতেই পারেনি টাইগার ব্যাটসম্যানরা। ফ্লাডলাইটে ব্যাটিং করার সুযোগও পেলনা টাইগাররা।

৩০ ওভার ৩ বলে ১০৬ রানেই অল আউট হয়ে যায় টাইগাররা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন সাদমান
ইসলাম (২৯)। আর বল হাতে ইশান্ত শর্মা নেন ৫ উইকেট।

এসএইচ-২৮/২২/১৯ (স্পোর্টস ডেস্ক)