ম্যানচেস্টার ডার্বি থেকে ছিটকে গেলেন আগুয়েরো

উরুর ইনজুরির কারনে আগামী ৭ ডিসেম্বর ম্যানচেস্টার ডার্বিতে খেলা হচ্ছে না ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর। এই তথ্য নিশ্চিত করেছেন সিটি ম্যানেজার পেপ গার্দিওলা। একই কারণে আরও বেশ কয়েকটি ম্যাচেও তাকে ছাড়াই সিটিকে মাঠে নামতে হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন গার্দিওলা।

চেলসির বিপক্ষে শনিবার প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ২-১ গোলের জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৭৭ মিনিটে পেশীর ইনজুরিতে পড়েন সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে তার ইনজুরির মাত্রা নির্ণয় করা হয়েছে।

এ সম্পর্কে গার্দিওলা বলেন, ‘আগামী কয়েক সপ্তাহ হয়ত তাকে বিশ্রামে থাকতে হতে পারে। তবে নিশ্চিত করে সময়টা বলা যাচ্ছে না। ম্যানচেস্টার ডার্বিতে আপাতত তার খেলা হচ্ছে না, এটা নিশ্চিত।

ইতিহাদ স্টেডিয়ামে ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে সিটি চ্যাম্পিয়ন্স লিগে শাকতার দোনেতাস্ক ও প্রিমিয়ার লিগে নিউক্যাসেল ও বার্ণলি সফরে যাবে।

আগুয়েরোর অনুপস্থিতিতে ২২ বছর বয়সী গ্যাব্রিয়েল জেসুস মূল একাদশে ফিরেছেন।

এসএইচ-২২/২৬/১৯ (স্পোর্টস ডেস্ক)