সরকারবিরোধী বিক্ষোভের জেরে চিলিতে ফুটবল খেলা বন্ধ

চিলির ফুটবল ফেডারেশন মৌসুম শেষ না হতেই নিরাপত্তাজনিত কারণে বাকি খেলা বন্ধের ঘোষণা দিয়েছে।

কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ছয় সপ্তাহ আগে বিক্ষোভ শুরু হওয়ার পর সব ফুটবল ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বাকি ছয়টি খেলাও বাতিল করা হয়েছে।

পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। বিরোধী দলগুলোও এ সিদ্ধান্ত মেনে নিয়েছে।
চিলিতে বিশ্ব মোটরবাইক প্রতিযোগিতাও এ অস্থিরতার কারণে বাতিল হয়ে গেছে।

এসএইচ-১৮/৩০/১৯ (স্পোর্টস ডেস্ক)