চলে যাচ্ছেন এইচপি দলের অস্ট্রেলিয়ান কোচ

তার হাতে ধরে উঠে এসেছে অনেক প্রতিভাবান ক্রিকেটার। গত তিন বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স বা এইচপি দলের প্রধান কোচ ছিলেন সায়মন হেলমট। অস্ট্রেলিয়ান এই কোচ এবার বিদায় বলে দিলেন বাংলাদেশকে।

পারিবারিক কারণ দেখিয়ে চুক্তির মেয়াদ না বাড়ানোর ঘোষণা দিয়েছেন হেলমট। শনিবার বিসিবি বরাবর পদত্যাগপত্র্র জমা দিয়েছেন অস্ট্রেলিয়ান এই কোচ।

বিসিবির সঙ্গে ২০১৬ সালের জুনে যুক্ত হন হেলমট। দেশে ও দেশের বাইরে একাধিক ক্যাম্প পরিচালনা করেছেন তিনি। শুধু এইচপি নয়, বিভিন্ন সময় বাংলাদেশ ‘এ’ দলেরও দায়িত্ব পালন করেছেন এই কোচ।

বিদায়বেলায় হেলমট বলেন, ‘আমি আরও কিছুটা সময় থাকতে চেয়েছিলাম, কিন্তু পারিবারিক প্রতিশ্রুতিতে আপাতত আমাকে এখান থেকে যেতেই হচ্ছে।’

তবে এখন চলে গেলেও ভবিষ্যতে আবারও বাংলাদেশে কাজ করার ইচ্ছে আছে হেলমটের। তিনি বলেন, ‘আবার আমাকে সুযোগ দেয়া হলে আমি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হব, বিশেষ করে এইচপি ও ‘এ’ দলের সঙ্গে। এখানে কাজ করে দারুণ সময় কাটিয়েছি। একাধিক ক্রিকেটারকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পেরেছি।

এসএইচ-২৩/০১/১৯ (স্পোর্টস ডেস্ক)