পাকিস্তানের জুনায়েদ খানকে দলে ভেড়ালো রংপুর

আর মাত্র কয়েকদিন পরেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। কিন্তু এখনো দল গোছানো শেষ হয়নি অংশ নেয়া দলগুলোর। নতুন করে রংপুর রেঞ্জার্সের বোলিং বিভাগ শক্তিশালী করতে পাকিস্তানের পেসার জুনায়েদ খানকে দলে ভিড়িয়েছে। এর আগে মোহাম্মদ শেহজাদকে নিয়েছিলো তারা। রংপুরের খেলার বিষয়টি অফিশিয়াল টুইটার একাউন্টে নিজেই নিশ্চিত করেছেন জুনায়েদ।

টুইটারে এক পোস্টের মাধ্যমে জুনায়েদ খান বলেন, ‘আমাকে যেখানেই ক্রিকেট খেলার জন্য ডাকা হয় আমি সেখানেই যাওয়ার চেষ্টা করি। রংপুরের জন্য আমি আমার সর্বোচ্চ দেয়ার চেষ্টা করবো।’

জুনায়েদ খানকে দলে নেয়ার মাধ্যমে রংপুর রেঞ্জার্সে বিদেশি ক্রিকেটারের যে সংকট দেখা দিয়েছিলো তা এর মধ্য দিয়ে অনেকাংশেই কেটে গেলো। দলটি খুব বড় মানের বিদেশি ক্রিকেটারদের দলে না ভেড়াতে পারলেও কার্যকরী বেশ কয়েকজন ক্রিকেটারদের দলে ভেড়াতে সক্ষম হয়েছে।

রংপুর রেঞ্জার্স স্কোয়াড :

দেশি ক্রিকেটার : মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, আরাফাত সানি, জহিরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা, রিশাদ হোসেন।

বিদেশি ক্রিকেটার : মোহাম্মাদ নবী, শাই হোপ, লুইস গ্রেগরি, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ শেহজাদ, টম আ্যবেল ও জুনায়েদ খান।

এসএইচ-১৭/০৫/১৯ (স্পোর্টস ডেস্ক)