প্রাণে বেঁচে ফেরা ক্ষুদে ভক্তদের সময় দিলেন রোনালদো

আলবেনিয়ায় গত ২৬ নভেম্বর ৬.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছে ৫১ জন এবং আহত হয়েছেন ৩ হাজার। ভূমিকম্পের সময় নিজেদের বাসা থেকে লাফিয়ে পড়ে বেঁচে যান দুই শিশু।

তাদের নাম অরেল লালা (৭) এবং অ্যালেসিও কাকোনি (১০)। আহত অবস্থায় প্রাণে বেঁচে ফেরা ওই দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তাদের সঙ্গে দেখা করেন দেশটির প্রধানমন্ত্রী এডি রামা। তখনই তিনি জানতে পারেন দুই শিশুর পছন্দের ফুটবলার রোনালদো। এটার শুনার পর তিনি তাদের রোমে নিয়ে আসেন।

ক্ষুদে ভক্তদের কথা শুনে ভূমিকম্পে আহত দুই শিশুর সঙ্গে দেখা করেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর কাছ থেকে স্বাক্ষর করা জার্সি উপহার পেয়েছে অরেল ও অ্যালেসিও।

রোনালদো তাদের সঙ্গে সময় কাটিয়েছেন, হাইফাইভ করেছেন। এডি রামা বলেন, ‘এটা শুধু ওই দুই শিশুর জন্য নয়, আমাদের দেশে যারা এ প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়েছেন তাদের সবার জন্য।’

এসএইচ-১৭/০৮/১৯ (স্পোর্টস ডেস্ক)