উদ্বোধনী ম্যাচে মাঠে ঢুকে পড়ল সাপ

খুব বেশিদিন আগের কথা নয়। বছর দুয়েক আগে রঞ্জি ট্রফিতে দিল্লি ও উত্তর প্রদেশের ম্যাচ চলাকালীন পালাম এয়ার ফোর্সের মাঠে ঢুকে পড়েছিল একটা গাড়ি। তার জন্য কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল খেলা।

সেই ম্যাচ খেলতে নেমেছিলেন গৌতম গম্ভীর, ঋষভ পন্থরা। প্রশ্ন উঠে গিয়েছিল ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে।

সোমবার রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচে নামে অন্ধ্রপ্রদেশ ও বিদর্ভ। বিজয়ওয়াড়ার মাঠে সাপ ঢুকে পড়ায় দু’ দলের খেলা কিছুক্ষণের জন্য বন্ধ থাকে।

বিদর্ভের অধিনায়ক ফৈজ ফয়জল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তার পরে মাঠের মধ্যে সাপ দেখতে পাওয়া যায়। খেলা বন্ধ থাকে কিছুক্ষণ।

অপেক্ষারত ক্রিকেটাররা আতঙ্কিত হয়ে পড়েন। মাঠকর্মীরা সাপটাকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার পরেই শুরু হয় খেলা।

এসএইচ-২৩/০৯/১৯ (স্পোর্টস ডেস্ক)