সতীর্থের থেকে ঘুষ নিয়ে দোষী প্রমাণিত পাকিস্তানি ক্রিকেটার

দুর্নীতি আর পাকিস্তান ক্রিকেট যেন একে অপরের পরিপূরক। পিএসএলে সতীর্থ ক্রিকেটারের কাছ থেকে ঘুষ নেওয়ার অপরাধে দোষী প্রমাণিত হলেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদ।

সোমবার ম্যাঞ্চেস্টারের এক আদালতে দোষ স্বীকার করেছেন ৩৩ বছরের এই ক্রিকেটার।

ম্যাচ গড়াপেটা কাণ্ডে জামশেদের সঙ্গে জড়িত ছিলেন ইউসুফ আনোয়ার ও মোহম্মদ ইজাজ নামে দুই ব্যক্তি। গত সপ্তাহে এই দু’জনে পিএসএলে ক্রিকেটারের আর্থিক প্রস্তাব দেওয়ার কথা স্বীকার করেছেন।

টাকা নিয়ে ক্রিকেটাররা পারফর্ম না করার কথা দিয়েছিল বলে জানায় তারা। গত ফেব্রুয়ারিতে এই তিনজনের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ আনা হয়।

২০১৬ বাংলাদেশে প্রিমিয়র লিগে গড়াপেটা করার চেষ্টা করা হয়েছিল। তারপর ২০১৭ ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগে গড়াপেটার বিষয়টি বাস্তাবিত হয়। দুই ক্ষেত্রেই এক ওপেনার টি-২০ টুর্নামেন্টে রান না করার প্রতিশ্রুতি দেন। এক ওভারের প্রথম দু’টি বলে কোনও রান না করার জন্য টাকা নেন ওই নাসির জামধেদ। স্পট-ফিক্সিং কাণ্ডের জন্য গত বছর জামশেদকে ১০ বছরের জন্য নির্বাসন করা হয়।

এসএইচ-০৯/১০/১৯ (স্পোর্টস ডেস্ক)