মুস্তাফিজ-তাসকিনকে নিয়েই বড় স্বপ্ন দেখছেন নবি

আফগানিস্তানের সাবেক অধিনায়ক, ক্যারিয়ারেরও একেবারে শেষ দিকে চলে এসেছেন মোহাম্মদ নবি। টেস্ট ছেড়ে দিয়েছেন। খেলে যাচ্ছেন রঙিন পোশাকের ক্রিকেট। যদিও ফ্রাঞ্চাইজি ক্রিকেটেই নজর বেশি তার। এবারের বঙ্গবন্ধু বিপিএলে খেলতে এসেছেন রংপুর রেঞ্জার্সের হয়ে।

শুধু খেলতে আসাই নয়, এসে রীতিমত রংপুরের হালও ধরতে হচ্ছে নবিকে। তাকেই অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে রংপুর রেঞ্জার্স। বিপিএল শুরুর আগেরদিনই তাকে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে ঘোষণা করে রংপুর। এরপর মিডিয়ার সামনে নিজের লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে কথা বলেন মোহাম্মদ নবি।

শুরুতেই টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান তিনি। এরপর জানান, চেষ্টা করবেন একটি উইনিং কম্বিনেশন তৈরি করার জন্য। যাতে সর্বোচ্চ ফলটাই উপহার দিতে পারেন তিনি। নবি বলেন, ‘রংপুর রেঞ্জার্সের অধিনায়ক হিসেবে আমার ওপর আস্থা রাখায় আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। একটি উইনিং কম্বিনেশন তৈরিতে আমরা সর্বোচ্চ চেস্টা করব। মেধাবি বাংলাদেশি ও বিদেশিদের নিয়ে আমরা একটি ভারসাম্যপূর্ণ দল করেছি। লিগে ভাল ফলাফলের জন্য আমরা আমাদের সেরাটাই দেব।’

প্রতিপক্ষকে জানতে খুবই অল্প সময় পেয়েছেন নবি। সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশ আমার জন্য নতুন কিছু নয়। ৮-৯ বছর যাবত আমি প্রতিবছরই খেলছি। এখানকার কন্ডিশন আমার বেশ ভাল জানা আছে। ইনশাল্লাহ আমরা এই দলটির জন্য একটি উইনিং কম্বিনেশন তৈরির চেস্টা করব।’

আপনার দলের অনেকেই এখনো আসেনি। কালকের ম্যাচের একাদশ তৈরি করবেন কিভাবে? জানতে চাইলে নবি বলেন, ‘আমার দলে যারা বিদেশি খেলোয়াড় আছেন, সবাই অসংখ্য ম্যাচ খেলেছেন ইতোমধ্যে। সারা পৃথিবীতেই তারা খেলে। সকালে বিমান থেকে নেমে বিকেলে মাঠে নেমে তারা অভ্যস্ত। অতএব এটা এমন বড় কোন ইস্যু হবে না।’

মুস্তাফিজ, তাসকিন- দুই পেসার একই সঙ্গে আপনার দলে। বিষয়টাকে কিভাবে দেখছেন?- জানতে চাইলে নবি বলেন, ‘হ্যাঁ, এটা আমাদের বোলিং সাইডের জন্য একটি ভাল সুবিধা। ওরা থাকায় আমাদের দল একটি ভাল শক্তিশালী বোলিং ইউনিট হিসেবে খেলতে পারবে। জুনাইদ খান আছে, সেও খুবই ভাল। এটা একটি শক্তিশালী বোলিং সাইড। আমরা কিছু রান বোর্ডে তুলতে চেস্টা করব এবং বোলিংটা ভাল করতে চেস্টা করব।’

মুস্তাফিজ ফর্মে নেই, এটা একটা চিন্তার বিষয়। এ সম্পর্কে রংপুরের অধিনায়ক বলেন, ‘মোস্তাফিজ ফর্মে নেই এটা আমাদের জন্য ভাবনার কোন কারণই নয়। সে ফর্মে ফিরবে। আমরা আসলে একটি ইউনিট বা একটি দল হিসেবে খেলব। তার সমস্যা নিয়ে আলোচনা করব আমরা। প্রতিটি ম্যাচের জন্যই আমরাদের আলাদা পরিকল্পনা থাকবে। আমরা সবাই একসাথে কাজ করব।’

এসএইচ-১৭/১০/১৯ (স্পোর্টস ডেস্ক)