রাজশাহীর সামনে হুড়মুড়িয়ে পড়লো সিলেটের উইকেট

ঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তৃতীয় দিনের খেলা মাঠে গড়িয়েছে। শুক্রবার টুর্নামেন্টের পঞ্চম ও দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট থান্ডার্স ও রাজশাহী রয়েলস। ম্যাচের আগে ভাগ্য নির্ধারণী পরিক্ষা অর্থাৎ টস জিতে রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সিলেটের সেনাপতি মোসাদ্দেক হোসেন সৈকত।

ব্যাটিংয়ে নেমে হুড়মুড়িয়ে পড়েছে সিলেটের উইকেটগুলো। সবমিলিয়ে ১৫ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ৯১ রান তুলেছে।

সিলেটের হয়ে মাত্র ৫জন ব্যাটসম্যান ডাবল ফিগার ছুঁতে পেরেছেন। বাকি ছয়জন ফিরে গেছেন সিঙ্গেল ফিগারেই। মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন দুজনই করেন ২০ রান করে। রনি তালুকদার ১৯ ও জনসন চার্লস ১৬ রান করেন। রাজশাহীর হয়ে অলোক কাপালী ৩টি, রবি বোপারা ও ফরহাদ রেজা ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য রাজশাহীর দরকার মাত্র ৯২ রান।

রাজশাহী রয়েলস একাদশ : হজরতুল্লাহ জাজাই, লিটন দাস, শোয়েব মালিক, অলোক কাপালী, রবি বোপারা, আন্দ্রে রাসেল, আফিফ হোসেন, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, মিনহাজুল আবেদীন নান্নু।

সিলেট থান্ডার্স একাদশ : রনি তালুকদার, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন, জীবন মেন্ডিস, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম, নাজমুল হোসেন মিলন, এবাদত হোসেন, ক্যাসমার স্যান্টোকি, নাইম হাসান ও নাভিদ উল হক।

এসএইচ-১৬/১৩/১৯ (স্পোর্টস ডেস্ক)