পাকিস্তানি সাংবাদিক খেলোয়াড়ই চিনেন না

প্রেস ব্রিফিংয়ে এসে খেলোয়াড়কে না চিনে প্রশ্ন করায় হাসি তামাশার পাত্র হয়েছেন পাকিস্তানের এক সাংবাদিক। একবার নয়, পরপর দুইবার একই ভুল করলেন পাকিস্তানের ঐ সাংবাদিক। দীর্ঘ বছর পর পাকিস্তানের মাঠে অনুষ্ঠিত হচ্ছে টেস্ট ম্যাচ।

সেই রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ২৬৩ রান। তখনও ধনাঞ্জয়া ডি সিলভা অপরাজিত আছেন। যেখানে দ্বিতীয় দিনে ৩৩ রানে আউট হন ডিকেভেল্লা। দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন ডিকেভেল্লাহ।

সেই সংবাদ সম্মেলনে ভুল বুঝে নিরোশান ডিকেভেল্লাকে ধনাঞ্জয়া ডি সিলভা ভেবে প্রশ্ন করেন এক পাকিস্তানি সাংবাদিক। যদিও এবার ডিকেভেল্লা ঐ সাংবাদিককে বলে দেন তিনি ধনাঞ্জয়া ডি সিলভা নয়, তিনি ডিকেভেল্লা।

একটু পরে আবারও ডি সিলভা ভেবে সেই সাংবাদিকের প্রশ্ন, ‘আপনি তো ভালোই খেলছেন। তৃতীয় দিনে সেঞ্চুরির ইচ্ছা আছে কিনা।’

শুনেই হাসতে হাসতে ডিকেভেল্লার উত্তর, ‘আপনি কি আমাকে বলছেন? আমি আসলে ডিকেভেল্লা, ডি সিলভা নই। আমি আউট হয়ে গেছি। আমি ইতিমধ্যে প্যাভিলিয়নে। আশা করি দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করতে পারবো।’

ডিকেভেল্লার এমন উত্তরে হাসির ধুম পড়ে যায় সংবাদ সম্মেলনে।

এসএইচ-২০/১৩/১৯ (স্পোর্টস ডেস্ক)