চার মাস মাঠের বাইরে সুয়ারেজ

ডান হাঁটুর সমস্যাটা গেল এক বছর ধরে বয়ে বেড়াচ্ছিলেন লুইস সুয়ারেজ। মুক্তি পেতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। রবিবার অস্ত্রোপচার করা হয় সুয়ারেজের হাঁটুতে। তবে সহসাই মাঠে ফেরা হচ্ছে না তার। চার মাস মাঠের বাইরে থাকতে হবে উরুগুইয়ান স্ট্রাইকারকে।

বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। মৌসুমের মাঝপথে এসে সুয়ারেজের মতো একজন নিখুঁত ও নিরেট স্ট্রাইকারকে হারানোটা কাতালান ক্লাবটির জন্য বিরাট ধাক্কা।

সুয়ারেজের বিষয়ে এক বর্তায় বার্সেলোনা জানিয়েছে, ডাক্তার রামন কুগাট রবিবার লুইস সুয়ারেজের অস্ত্রোপচার করেন। ডান হাঁটুর সমস্যার কারণে তার অস্ত্রোপচার করা হয়। উরুগুইয়ান স্ট্রাইকারকে প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে হবে।’

উল্লেখ্য, ধারণা করা হচ্ছিল আজকের অস্ত্রোপচারের পর ফেব্রুয়ারিতেই মাঠে ফিরতে পারবেন নাম্বার ৯।

কিন্তু অস্ত্রোপচারের পর বোঝা গেল তার চেয়ে আরো বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। এই সময়ে বার্সেলোনার হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে তো খেলতেই পারবেন না, খেলতে পারবেন না জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতেও। সুয়ারেজ চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ২৩ ম্যাচে মাঠে নেমে ১৪ গোল করেছেন।

এসএইচ-০৯/১৩/২০ (স্পোর্টস ডেস্ক)