এক টেস্ট খেললেই ৬ লাখ!

গত বছর নিজেদের নানা দাবির কথা বিসিবিকে জানায় ক্রিকেটাররা। এ জন্য ধর্মঘটও করেছিল। সে সময় বিসিবিও তাদের কথা শুনে ম্যাচ ফি বাড়ানোর প্রতিশ্রুতি দেয়।

শেষ পর্যন্ত বাড়ল ম্যাচ ফি। সবচেয়ে বেশি টেস্টের ফি বাড়ানো হয়েছে। সাদা পোশাকের ক্রিকেটে এক লাফে ম্যাচ ফি হলো ৬ লাখ। এখন থেকে প্রতি টেস্টের জন্য ৬ লাখ টাকা করে পাবেন তামিম-মুশফিকরা।

কেবল টেস্ট নয়, টি২০ ক্রিকেটেও বাড়ল ম্যাচ ফি। এই ফরম্যাটের খেলোয়াড়রা ম্যাচ ফি পাবেন ২ লাখ টাকা। আর প্রতিটি ওয়ানডের জন্য ৩ লাখ করে দেওয়া হবে।

এর আগে ২০১৭ সালের এপ্রিলে সর্বশেষ ম্যাচ ফি বাড়িয়েছিল বিসিবি। ২০১৩ সালের পর সেবারই প্রথম বেড়েছিল ম্যাচ ফি।

উল্লেখ্য, ২০১৭ সালে বাড়ানো কাঠামো অনুযায়ী টেস্টে ম্যাচ ফি ছিল সাড়ে ৩ লাখ টাকা, ওয়ানডেতে ২ লাখ ও টি২০ ক্রিকেটে ছিল ১ লাখ ২৫ হাজার টাকা।

এসএইচ-১৮/১৩/২০ (স্পোর্টস ডেস্ক)