কোহলিভক্তের লঙ্কাকাণ্ড!

কেবল ২২ গজে না, মাঠের বাইরে অর্থাৎ স্টেডিয়ামেও ছিলেন বিরাট কোহলি। ভাবছেন একই মানুষ দু’জায়গায় কীভাবে? তাহলে বিরাট-অনুরাগী চিরাগ খিলারের কীর্তি জানতে হবে। বিরাট-অনুরাগী জনৈক চিরাগ খিলারে মঙ্গলবার ওয়ানখেড়েতে খেলা দেখতে এসেছিলেন চুলে (Hair Style) কোহলির ট্যাটু নিয়ে। খেলা দেখে ফিরে টুইটারে সেই ছবি পোস্ট করেছেন তিনি।

যে ছবিতে দেখা গিয়েছে, ওয়ানখেড়েতে মনোযোগ দিয়ে খেলা দেখছেন ওই কোহলি অনুরাগী। আর তার মাথার পিছনে (ঘাড়ের ঠিক উপরে) হুবহু বিরাট কোহলি বিরাজমান।

তার এই কীর্তি প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআইকে চিরাগ খিলারে বলেন, ‘যবে থেকে বিরাট কোহলি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক, তবে থেকে আমি ওর অনুরাগী। আমি ওর খেলা দেখতে প্রত্যেক ম্যাচে মাঠে যাই।’

জানা গেছে, চুলের ছাটে কোহলির মুখাবয়বের উল্কি ফুটিয়ে তুলতে প্রায় ৬-৮ ঘণ্টা সময় লেগেছে।

এমনকি, প্রতি ম্যাচে মাথায় এই বিরাট ট্যাটু নিয়ে তিনি খেলা দেখতে যান, জানিয়েছেন ওই যুবক। তবে, তার আক্ষেপ এখনও বিরাট কোহলির সঙ্গে সাক্ষাৎ করে কথা বলে উঠতে পারেননি তিনি।

এসএইচ-১৩/১৬/২০ (স্পোর্টস ডেস্ক)