বিপিএলের সেরা বোলার সাকিব!

বিপিএলের ইতিহাসে এখনো সেরা বোলার সাকিব আল হাসান। চলুন কাগজে-কলমে মিলিয়ে নেই।

নিষেধাজ্ঞার কারণে এবার বিপিএল খেলা হয়নি সাকিবের। তবু পরিসংখ্যান বলছে তিনিই নাম্বার ওয়ান। অদ্যাবধি ৭৬ ম্যাচে অংশ নিয়ে ১০৬ উইকেট ঝুলিতে পুরেছেন সাকিব। তার ধারেকাছেও নেই কেউ।

তালিকার দুইয়ে আছেন আরেক বাংলাদেশি রুবেল হোসেন। ৬৯ ম্যাচ খেলে তিনি শিকার করেছেন ৯০ উইকেট। এরপর এবার ঢাকা প্লাটুনের হয়ে বিপিএল খেলা মাশরাফি বিন মুর্তজার নামের পাশে লেখা ৮১ উইকেট।

চার নম্বর নামটা পেসার শফিউল ইসলামের। ৭৬ ম্যাচ থেকে ৭৮ উইকেট নিয়ে তিনি আছেন সেরা পাঁচে।

উল্লেখ্য, জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়েও গোপন করায় এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জার্সি গায়ে ২২ গজ মাতাচ্ছেন সাকিব।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার পর অদ্যাবধি খেলেছেন ২০৬টি ওয়ানডে ম্যাচ। যেখানে রান করেছেন ৬ হাজার ৩২৩। বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট।

ওয়ানডের পাশাপাশি ক্রিকেটের বাকি দুই ফরম্যাট টি২০ ও টেস্টেও তিনি সমানভাবে উজ্জ্বল। এখন পর্যন্ত ৫৬ টেস্টে অংশ নিয়ে করেছেন তিন হাজারের বেশি রান।

পাশাপাশি ঝুলিতে পুরেছেন ২১০ উইকেট। আর টি২০’তে ৭৬ ম্যাচ খেলা সাকিবের রান ১ হাজার ৮৯৪। বিপরীতে উইকেট শিকার করেছেন ৯২টি।

এসএইচ-১৩/১৮/২০ (স্পোর্টস ডেস্ক)