পাকিস্তানি সমর্থকদের ‘জানোয়ার’ বলেছিলেন গিবস?

২০০৭ সালের ঘটনা। দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। সেই সিরিজে পাকিস্তানি সমর্থকদের ‘জানোয়ার’ বলে গালিগালাজ করেছিলেন হার্সেল গিবস। ১৩ বছর পর জানালেন, সেদিন কেন এমন শব্দ ব্যবহার করেছিলেন তিনি।

সেঞ্চুরিয়ন টেস্টের সেই ঘটনা নিয়ে টুইটারে গিবসের কাছে প্রশ্ন করেছিলেন এক অনুসারী। সেবার সতীর্থ পল হ্যারিসের পক্ষ নিতে গিয়ে বর্ণবাদী মন্তব্য করে ফেলেছিলেন গিবস। তারপর তিন ম্যাচ নিষিদ্ধ হন তিনি।

গিবস এদিন লেখেন, ‘কয়েকজন পাকিস্তানি সমর্থককে আমি জানোয়ার বলেছিলাম। তারা আমার সন্তান ও আমার স্ত্রীকে গালিগালাজ করেছিল। তাদের উৎপাতে প্লেয়ার্স ভিউয়িং এরিয়ার আসন থেকে উঠে যেতে বাধ্য হয়েছিল আমার স্ত্রী ও সন্তান।’
নিজের আত্মজীবনী ‘টু দ্য পয়েন্ট’ বইয়েও এ ঘটনার কথা লিখেছিলেন গিবস।

সেদিন স্ট্যাম্প মাইক্রোফোনে পাকিস্তানি সমর্থকদের প্রতি তার ওই শব্দ ব্যবহারের প্রমাণ মিলেছিল। সিরিজের বাকি দুই টেস্টে নিষিদ্ধ হয়েছিলেন গিবস। এরপর আইসিসির কাছে শাস্তি কমানোর আবেদন করেন তিনি। তবে আইসিসি তার শাস্তি বাড়িয়ে দেয়। সিরিজের শেষ টেস্ট, একটি টি-২০ ও একটি ওয়ানডেতে নিষিদ্ধ হন গিবস।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার জার্সিতে গিবস ৯০টি টেস্ট ও ২৪৮টি ওয়ানডে খেলেছেন। টেস্টে তার রান ৬,১৬৭ এবং একদিনের ক্রিকেট ৮,০৯৪ রান করেছেন তিনি।

এসএইচ-১০/২৩/২০ (স্পোর্টস ডেস্ক)