পাকিস্তানের কঠোর নিরাপত্তা ‘উপভোগ’ করছেন টাইগার কোচ

বাংলাদেশ দল পাকিস্তান সফরে গেছে দীর্ঘ ১২ বছর পর। সর্বশেষ ২০০৮ সালে গিয়েছিল টাইগাররা। তবে পাকিস্তানে নিরাপত্তার বিষয়টি মাথায় থাকলেও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ প্রথম টি-২০ ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে টাইগাররা।

কিন্তু মাঠের চেয়ে ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি যেন মাঠের বাইরেই বেশি! ‘পাকিস্তান সফর বলে কথা।’

নিরাপত্তা ইস্যু নিয়ে আতঙ্কিত ভক্তরা! এই সফরে দৃষ্টি রয়েছে পুরো ক্রিকেট বিশ্বেরই!

টাইগাররা বিশেষ বিমানে বুধবার রাতে লাহোরে পৌঁছে। এয়ারক্রাফট থেকে নামার পর বিমানবন্দরেই অভ্যর্থনা জানানো হয় বাংলাদেশ ক্রিকেট দলকে। তারপর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে লাহোরের পার্ল কন্টিনেন্টাল হোটেলে নিয়ে যাওয়া হয় টাইগারদের। প্রথম রাতটা ফুরফুরে মেজাজেই কেটেছে হোটেলে।

তবে কঠোর নিরাপত্তা বিষয়টি যেন বেশ উপভোগই করছেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো! তিনি কিছু ইতিবাচক দিক দেখছেন। মিডিয়াকে কোচ বলেছেন, ‘অনেক সময় এমন বদ্ধ পরিবেশে একসঙ্গে থাকাটা দলের জন্য ভালো হতে পারে।

এটা দলের ফাঁকফোকরগুলোকে ঝালাই করে দিতে পারে। এমন পরিবেশ দলের মধ্যে ঐক্য ও যোগাযোগ বাড়াতে সাহায্য করে।’

এসএইচ-১৫/২৪/২০ (স্পোর্টস ডেস্ক)