পেঁয়াজ পাতায় বাঁশি বাজিয়ে চমক ধোনির

ক্রিকেট থেকে দূরে থেকেও খরবে থাকেন মহেন্দ্র সিং ধোনি৷ তা সেই মেয়ে জিভার সঙ্গে খুনসুঁটি হোক বা ফ্যানেদের আবদারে৷ তবে এবার সম্পূর্ণ অন্য কারণে খবের এলেন দু’বারের বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক৷ পেঁয়াজ পাতায় বাঁশি বাজিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও চমকে দেন ধোনি৷

সম্প্রতি রাঁচি স্টেডিয়ামে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার তরফে পরিকাঠামোগত বেশ কিছু পরিবর্তন করা হয়। রাজ্য ক্রিকেট সংস্থার অনুষ্ঠানেই আমন্ত্রিত ছিলেন ঘরের বিশ্বকাপ জয়ী ছেলে ধোনি৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এখানে পেঁয়াজ পাতা দিয়ে বাঁশি বাজিয়ে সকলকে চমকে দেন ধোনি৷ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও ধোনির এই কর্মকাণ্ডে অবাক হয়ে যান।

মুখ্যমন্ত্রী ও ধোনি রাঁচির ঝাড়খণ্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোলার পাওয়ার সিস্টেম, জিমন্যাসিয়াম, সি-৩ ফিটনেস ক্লাব এবং দ্য আপটাউন ক্যাফের উদ্বোধন করেন৷ পাশাপাশি নতুন রেস্টুরেন্টে কফি ও কেক খান ধোনি৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত আলাপচারিতায় পেঁয়াজ পাতা নিয়ে বাঁশি বাজাতে দেখা যায় ধোনিকে৷ মাহির এই কীর্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ধোনির এই দক্ষতায় কুর্নিশ জানায় ক্রিকেটমহল৷

অনুষ্ঠানে নিজের রাজ্যকে বিশ্বের দরবারে আরও উজ্জ্বল করার আহ্বান জানান মাহি৷ ধোনি বলেন, ‘ঝাড়খণ্ডের গৌরব শুধু ভারতে নয়, সারা বিশ্বে যেন তা ছড়িয়ে পড়ে। তরুণ ক্রিকেটারদের বলব, ভালো করে অনুশীলন করো। রঞ্জি ট্রফির পাশাপাশি দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করো।’

গত বছর ৫০ ওভারের বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি ধোনিকে৷ প্রথমে ক্রিকেট থেকে দু’মাসের ব্রেক নিয়ে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে দেশের সুরক্ষায় নিজেকে নিয়োজিত করেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক৷

গত বছর স্বাধীনতা দিবসে উপত্যকায় জাতীয় পতাকাও উত্তোলন করেন ধোনি৷ কিন্তু তার পর থেকে ছ’মাস কেটে গেলেও এখনও ভারতীয় দলে ফেরেননি মাহি৷ ফলে সম্প্রতি বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও বাদ পড়েন প্রাক্তন ভারত অধিনায়ক৷ কবে ফের ভারতীয় দলের জার্সিকে মাঠে ফিরবেন তা নিয়ে এখনও সংশয় রয়েছে৷

এসএইচ-১৭/২৪/২০ (স্পোর্টস ডেস্ক)