ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না স্টোকসের

আবারও আলোচনায় ইংলিশ তারকা বেন স্টোকস। আইসিসি’র আচরবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে এই অলরাউন্ডারকে। সঙ্গে জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট।

শুক্রবার জোহানার্সবার্গে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার টেস্ট সিরিজের শেষ ম্যাচে মেজাজ ঠিক না রাখতে পেরে দর্শককে গালি দিয়ে বসেন স্টোকস।

ব্যাটিংয়ে নেমে মাত্র ২ রান করে আউট হয়ে ফেরার পথে দর্শককে গালি দেন তিনি। বলেন, ‘মাঠের বাইরে এসে আমাকে এমন বলো’ (সঙ্গে অশ্রাব্য ভাষায় গালি)।

তবে এ ব্যাপারে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন স্টোকস। এক বিবৃতিতে স্টোকস বলেন, ‘আমার আউট হওয়ার পর ব্রডকাস্টে যে ভাষা শোনা যায়, তা নিয়ে আমি ক্ষমা চাচ্ছি। আমার এমনটা করা উচিৎ হয়নি। আমি যখন খেলছিলাম দর্শকদের থেকেও গালি এসেছিল।’

তিনি আরও বলেছিলেন, ‘আমি আবারও বলছি আমার আচরণ অপেশাদার ছিল এবং এর জন্য আমি বিনীতভাবে ক্ষমা চাচ্ছি। বিশেষ করে অরেক ক্ষুদে ভক্ত আছে যারা টেলিভিশনে খেলা দেখে থাকে।’

এসএইচ-১৩/২৬/২০ (স্পোর্টস ডেস্ক)