আইপিএলের শুরু ২৯ মার্চ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর শুরু হচ্ছে ২৯ মার্চ। এবারের আসরে বেশ কিছু পরিবর্তন আনছে আইপিএল কর্তৃপক্ষ। এই রদবদলের অংশ হিসেবে বেড়ে যাচ্ছে টুর্নামেন্টের দৈর্ঘ্য। থাকছে নো-বল আম্পায়ার।

এবার ম্যাচের সময়ে পরিবর্তন আসছে। আগের আসরগুলোকে প্রতিদিন দুইটি করে ম্যাচ থাকতো। এবার এর ব্যতিক্রম হচ্ছে। দিনে এবার একটি করেই ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে ৫ দিন দুইটি করে ম্যাচ খেলা হবে।

প্রতিদিন ম্যাচ শুরু হবে রাত ৮টায়। আর যে পাঁচ দিন দুই ম্যাচ থাকবে, সেদিন প্রথম ম্যাচ বিকেল ৪টায় ও দ্বিতীয় ম্যাচ রাত ৮টায় শুরু হবে।

এবারের আইপিএল প্রথমবারের মতো থাকবে কনকাশন সাব। থাকবে নো-বল আম্পায়ারও।

এছাড়া টুর্নামেন্ট শুরুর আগে তারকা ক্রিকেটারদের নিয়ে একটি ‘অল স্টার ম্যাচ’ অনুষ্ঠিত হবে। ২৪ মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল।

এসএইচ-০৩/২৮/২০ (স্পোর্টস ডেস্ক)