আরব আমিরাতের কোচ ডগি ব্রাউন বহিষ্কার

সংযুক্ত আরব আমিরাতের প্রধান কোচ ডগি ব্রাউনকে বহিষ্কার করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বছর তিনেক আগে আরব আমিরাতের হাল ধরা ব্রাউনকে ছাঁটাই করে ক্রিকেট পরিচালক হিসেবে ভারতের সাবেক অলরাউন্ডার রবিন সিংকে নিয়োগ দিয়েছে তারা।

আরব আমিরাতের অধিনায়ক ও দুইজন সিনিয়র খেলোয়াড়ের বিরুদ্ধে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের সময় আচরণবিধি ভাঙার অভিযোগ আনে আইসিসির দুর্নীতি দমন বিভাগ-আকসু।

ওই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই সংযুক্ত আরব আমিরাত ‘বি’ গ্রুপে ছয় ম্যাচের চারটিতে জেতে।

আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ওঠে প্লে-অফে। তবে জায়গা করে নিতে পারেনি মূল পর্বে।

আমিরাতের ক্রিকেট ডিরেক্টরের দায়িত্ব পাওয়া রবিনের অভিজ্ঞতা আছে কোচিংয়েও। এর আগে হংকং ও যুক্তরাষ্ট্রের কোচ ছিলেন তিনি। যুক্ত ছিলেন আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গেও।

এসএইচ-১৭/১৩/২০ (স্পোর্টস ডেস্ক)