দুই মৌসুমের জন্য নিষিদ্ধ ম্যানসিটি

বড়সড় ধাক্কাই খেলেন পেপ গার্দিওলার দল। আর্থিক দুর্নীতির অভিযোগে চ্যাম্পিয়ন্স লিগ থেকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে ম্যানচেস্টার সিটিকে।

ক্লাব লাইসেন্সিং ও ফাইনান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) বা আর্থিক স্বচ্ছতার নিয়ম লঙ্ঘন করায় ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না ইংলিশ প্রিমিয়ার লিগের এই জনপ্রিয় ক্লাবটি।

শুধু নিষেধাজ্ঞাই নয়, বড় অংকের জরিমানাও করেছে উয়েফা। জরিমানা দিতে হবে আড়াই কোটি ইউরো।

তবে এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে সিটি।

২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত স্পন্সরদের কাছ থেকে প্রাপ্ত অর্থের ব্যাপারে সঠিক তথ্য দেয়নি ম্যানসিটি। পাশাপাশি লভ্যাংশ নিয়েও নয়-ছয় করেছে। যে কারণে উয়েফা এমন কঠিন শাস্তি দিল।

এসএইচ-১৭/১৫/২০ (স্পোর্টস ডেস্ক)