হ্যাকারদের কবলে বার্সা

BARCELONA, SPAIN - APRIL 04: The Barcelona logo is seen on a flag waving above the stadium prior to the UEFA Champions League Quarter Final Leg One match between FC Barcelona and AS Roma at Camp Nou on April 4, 2018 in Barcelona, Spain. (Photo by Mike Hewitt/Getty Images)

শনিবার রাতে গেটাফেকে হারিয়ে ভালোই উল্লাস করেছেন মেসিরা। কিন্তু ওই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হলো না। রাত পোহানোর আগেই হ্যাকারদের কবলে পড়ল বার্সা।

টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, অলিম্পিক ও বার্সার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। ‘আওয়ার মাইন’ নামে একটি চক্র এ দুটি অ্যাকাউন্ট হ্যাক করায় কিছু সময়ের জন্য বন্ধ ছিল।

এর আগে ২০১৭ সালে একবার বার্সার অ্যাকাউন্ট হ্যাক করেছিল আওয়ার মাইন চক্র। তখন তারা মিথ্যা দাবি করেছিল, পিএসজি থেকে অ্যাঙ্গেল ডি মারিয়াকে কিনবে বার্সা।

অ্যাকাউন্ট উদ্ধারের পর হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করেছে বার্সা, ‘বার্সেলোনার টুইটার অ্যাকাউন্টগুলো হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ কারণে ক্লাবের বাইরে থেকে ছাড়া বার্তা দেখা যাচ্ছে। কিন্তু সেগুলো মুছে ফেলা হয়েছে।

এ ঘটনার তদন্ত করে নিরাপত্তাব্যবস্থা অবশ্যই বাড়ানো হবে।’

এসএইচ-১৮/১৬/২০ (স্পোর্টস ডেস্ক)