বার্সার গোলের রেকর্ড

সর্বোচ্চ গোলের দৌড়ে রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে গেল বার্সেলোনা। শনিবার রাতে এইবারের বিপক্ষে ৫-০ গোলে জেতার পর লা লিগায় বার্সেলোনার গোল হলো ৬ হাজার ১৫১টি। লেভান্তের মুখোমুখি হওয়ার আগে রিয়ালের গোল ছিল ৬ হাজার ১৫০টি।

এইবারের বিপক্ষে বার্সার জয়ের নায়ক লিওনেল মেসি। তিনি একাই করেন ৪ গোল। ম্যাচের ১৪তম মিনিটে প্রথম গোল করার পর ৩৭তম মিনিটে আরও একটি গোল করেন মেসি।

বিরতিতে যাওয়ার আগে গোলের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। দলের ও নিজের তৃতীয় গোলটি করে খেলার ৪০তম মিনিটে। এরপর খেলার শেষ সময়ে গিয়ে আরও একটি গোল করেন তিনি।

৮৭তম মিনিটের মেসির চতুর্থ গোলের ২ মিনিট পর (৮৯ মিনিটে) গোল করে ব্যবধান আরও বাড়ান আর্থার।

এ দিকে স্পেনের ফুটবল ইতিহাসে রিয়াল মাদ্রিদকে ছাপিয়ে বার্সা এ দিন সব চেয়ে বেশি গোলের নজিরও গড়ে ফেলল। রিয়াল করেছে ৬১৫০ গোল। বার্সা সেখানে ৬১৫১।

এসএইচ-০৩/২৩/২০ (স্পোর্টস ডেস্ক)