জিদানের কপালে হাত

লেভান্তের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একমাত্র গোলটি করেছেন লুইস মোরালেস নোগালেস। এই হারে শীর্ষে উঠা হলো না রিয়ালের।

আগের ম্যাচে এইবারকে হারিয়ে একে উঠে যায় বার্সা। তবে লেভান্তেকে হারাতে পারলে আবারও এক নম্বরে ফিরত লস ব্লাঙ্কোসরা। কিন্তু হলো না তেমন কিছু। উল্টো ক্লাসিকোর আগে অঘটনের শিকার হলো রিয়াল।

পুরো ম্যাচে গোলমুখে রিয়ালের নেওয়া ১৯টি শটের ৭টি শটের লক্ষ্য ঠিকঠাক ছিল। তবে এই ৭টি শটের ১টিও জালে জড়ায়নি। ম্যাচে সব মিলিয়ে লেভান্তে শট নিয়েছে ৮টি যার ২টি শট লক্ষ্যে ছিল। এর ১টিই আবার গোলে পরিণত করল স্বাগতিকেরা।

লিগে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল রিয়াল। বুধবার (২৬ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ঘরের মাঠে খেলবে রিয়াল।

এর চার দিন পর রোববার (১ মার্চ) লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে মাদ্রিদের দলটি। গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের আগে লেভান্তের বিপক্ষে এই পরাজয় মোটেও স্বস্তিতে রাখবে না রিয়ালকে।

এসএইচ-১৪/২৩/২০ (স্পোর্টস ডেস্ক)