ব্যাটিং নিয়ে চিন্তিত নন কোহলি

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। ব্যাটে রান নেই। অধিনায়ক হিসেবেও নিউজিল্যান্ড সফরে গিয়ে দলের ত্রাতা হতে ব্যর্থ।

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন মাত্র ২, দ্বিতীয় ইনিংসে করেছেন ১৯। নিউজিল্যান্ড জিতেছে দশ উইকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ২০ ইনিংসে তার ব্যাটে আসেনি সেঞ্চুরি।

লাগাতার ব্যর্থতার পর তাকে নিয়ে চলছে চর্চা। ব্যাটসম্যান হিসেবে তার গ্রাফ কি এ বার নীচের দিকে, প্রশ্ন উঠেছে ক্রিকেটমহলে।

কোহলি অবশ্য উদ্বিগ্ন নন একেবারেই। নিজের ব্যাটিং নিয়ে বলেছেন, “আমি পুরোপুরি ঠিক আছি। ব্যাটিং ভালই করছি। কখনও কখনও কেমন ব্যাট করছি তা স্কোরে প্রতিফলিত হয় না।

নিজের পরিকল্পনা ঠিকঠাক মেলে ধরতে না পারলে এমন ঘটে। লম্বা সময় ধরে ক্রিকেট খেললে, এত খেললে এমন তিন-চার ইনিংস আসবেই যখন কোনও কিছু মনের মতো হবে না। যদি এটাতে বেশি মনোযোগ দিই, তবে তা ঘাড়ে চেপে বসবে।”

এসএইচ-১৫/২৪/২০ (স্পোর্টস ডেস্ক)