রোনালদোও সাহায্যের হাত বাড়ালেন

লিওনেল মেসি দুই হাসপাতালে ১০ লাখ ইউরো। এবার সেই কাতারে সামিল হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি ও তার এজেন্ট জোর্জে মেন্দেস পর্তুগালে দুটি হাসপাতালের জন্য অর্থায়ন করছেন।

নর্থ লিসবনের ইউনিভার্সিটি হাসপাতাল সেন্টারে (সিএইচইউএলএন) দুটি ইনটেনসিভ কেয়ার উইং ও পোর্তোর ইউনিভার্সিটি হাসপাতালের অংশ সান্তো আন্তোনিও হাসপাতালে একটি ইনটেনসিভ কেয়ার উইংয়ের জন্য অর্থের জোগান দিবেন তারা।

সিএইচইউএলএন ইএসপিএনকে নিশ্চিত করেছে, নতুন দুটি ইনটেনসিভ কেয়ার উইং হবে এই দুই ফুটবল ব্যক্তিত্বর নামে। সেখানে ১০টি করে বেড ও অন্য সব ব্যবস্থা থাকবে। আগে তাদের বেড সংখ্যা ছিল ৩১, এখন সেটি বেড়ে হবে ৫১। অন্যদিকে, পোর্তোর হাসপাতালে ইনটেনসিভ কেয়ার শুরু হবে ১৫ বেড নিয়ে।

পর্তুগালে মঙ্গলবার পর্যন্ত দুই হাজার ৬০ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ২৩ জনের। গত বৃহস্পতিবার দেশটি জরুরি অবস্থা ঘোষণা করেছে।

রোনালদোর তিন ইউভেন্তুস সতীর্থ পাওলো দিবালা, ব্লেইস মাতুইদি ও দানিয়েলে রুগানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোনালদো তার জন্মস্থান মাদেইরাতে কোয়ারেন্টিনে রয়েছেন।

এসএইচ-১৩/২৫/২০ (স্পোর্টস ডেস্ক)