কুকুরকে ‘স্লিপ ক্যাচ’ শেখাচ্ছেন উইলিয়ামসন (ভিডিও)

কথায় আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্রিকেট বন্ধ। বাড়িতে অলস সময় কাটছে কেন উইলিয়ামসনের। কিন্তু কিউই অধিনায়ক কি বসে থাকার মানুষ?

বাড়িতেও উইলিয়ামসন মেতে আছেন ক্রিকেট নিয়ে। আর এই সময়টায় খেলার পার্টনার হিসেবে তিনি বেছে নিয়েছেন নিজের পোষা কুকুরকে, যার নাম ‘স্যান্ডি’।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন উইলিয়ামসন। যেখানে দেখা যাচ্ছে, পোষা কুকুরকে স্লিপ ক্যাচিং প্র্যাকটিস করাচ্ছেন তিনি। কুকুরটাও দক্ষ ফিল্ডারের মতো ক্যাচ লুফে নিচ্ছে।

স্লো মোশন ভিডিওর নিচে উইলিয়ামসন ক্যাপশন দিয়েছেন এভাবে, ‘স্লিপে আছে স্যান্ডি! আর কোনো কুকুর কি স্যান্ডির সঙ্গে যোগ দেবে?’

এর আগে করোনার এই দুর্যোগময় মুহূর্তে সেবা দেওয়া তার দেশের ডাক্তার-নার্সদের উচ্ছ্বসিত প্রশংসায় ভাসান উইলিয়ামসন। কিউই অধিনায়কের মতে, ক্রিকেটাররা নয়, সত্যিকারের চাপ মাথায় নিয়ে কাজ করেন চিকিৎসাকর্মীরাই। তারাই আসল যোদ্ধা।

এসএইচ-০৩/২৮/২০ (স্পোর্টস ডেস্ক)