নারী ক্রিকেটারদের জন্য খুশির খবর

করোনায় বেকার অনেকে। আয়ের পথও হয়ে গেল বন্ধ। তাতে সাধারণ মানুষের মতো টেনশনে ক্রীড়াবিদরাও। তবে বিসিবি সর্বদা ক্রিকেটারদের পাশে।

ক’দিন আগে ঘোষণা আসে, কেন্দ্রীয় চুক্তি বাহিরের ক্রিকেটারদের এককালীন ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। এবার নারী ক্রিকেটাররাও পেল খুশির খবর।

করোনার ধাক্কা সামলে নেওয়ার জন্য আপাতত এককালীন ২০ হাজার টাকা দেওয়া হচ্ছে সালমাদের। করোনাভাইরাস সংক্রমণের ফলে স্থানীয় পর্যায়ে সব ধরনের ক্রিকেট ও লিগ বন্ধ হয়ে গেছে।

ফলে ক্রিকেটারদের আয়ের উৎসও হঠাৎ করে মিলিয়ে গেছে। এ অবস্থায় নারী ক্রিকেটারদের সংকট থেকে বাঁচাতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে।

এ ব্যাপারে বিবৃতিতে বোর্ড সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ‘পুরুষ ক্রিকেটারদের মতো নারী দলেরও অধিকাংশ ক্রিকেটার আয়ের জন্য ঘরোয়া ক্রিকেটের ওপর নির্ভরশীল।

‘এ ছাড়া আমাদের একটি ক্যাম্প করার কথা ছিল, যা কোভিড-১৯–এর কারণে থামিয়ে দেওয়া হয়েছে। ক্রিকেটাররা পুরোপুরি নিষ্ক্রিয় এক সময় কাটাচ্ছেন। এ অবস্থায় আমাদের সাহায্য তাদের দরকার।’

এসএইচ-২৪/৩০/২০ (স্পোর্টস ডেস্ক)