অবসরের সময় নিজেই জানালেন হাফিজ

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ব্যাট-প্যাড জোড়া তুলে রাখবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি-২০২০ বিশ্বকাপ শুরুর সময়সূচি অক্টোবরে। তবে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে সে সূচি পেছানোর সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাফিজ তার ভবিষ্যতের ইচ্ছে হিসেবে জানান, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে সাহায্য করেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন।

পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার। তবে টি-টোয়েন্টি লিগ খেলবো।’

অবসরের পর কি করবেন, সেই প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘কোচিংয়ে আসতে পারি। আমি জানি না, তবে যখন সময় আসবে তখন আমার মনকে তৈরি করে নেবো।’

পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক আন্তর্জাতিক অঙ্গনে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ৯১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

এসএইচ-০৮/৩১/২০ (স্পোর্টস ডেস্ক)