চিকিৎসক স্ত্রীকে নিয়ে ওয়াকারের ভয়ের চেয়ে গর্ব বেশি

করোনার সময় চিকিৎসকরাই যেন সত্যিকারের বীর। যেমনটা মানছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার। কেননা নিজের স্ত্রী ফারিয়াল ওয়াকারও একজন চিকিৎসক।

তাইতো তাকে নিয়ে একদিকে যেমন ভয় হয়, আরেকদিকে গর্বও হয় ওয়াকারের। যেমনটা বলেছেন নিজ মুখে, ‘খুব ভয় লাগে যখন ফারিয়াল সকালে হাসপাতালের উদ্দেশে বেরিয়ে যায়। কিন্তু সে ঘরে ফিরলে নিজেকে খুব তৃপ্ত মনে হয়। আমি খুব গর্বের সঙ্গে আমার স্ত্রীকে সত্যিকারের একজন বীর বলতেই পারি।’

ওয়াকারের পরিবার দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়াতে বাস করছেন। গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘করোনার এই সময়টা গোটা দুনিয়ার জন্যই খুব কঠিন।

এই সময়টা আমাদের সবারই নিজেদের জায়গা থেকে কিছু না কিছু করা উচিত। মানসিকভাবেও শক্ত থাকতে হবে এ সময়টা। মানুষের ঐক্য না থাকলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে যাওয়াটা খুব শক্ত হবে।’

তিন সন্তানের জনক-জননী ওয়াকার-দম্পতি। তিনজনই বড় হচ্ছে। তাদের এক ছেলে আর দুই কন্যা। ফারিয়াল ওয়াকারও মনে করেন এ সময়টা সবাইকে শক্ত ও সচেতন থাকতে হবে। তিনি সবাইকে মনে করে দিয়েছেন বিখ্যাত দার্শনিক কনফুসিয়াসের সেই বিখ্যাত উক্তি, ‘কখনো ব্যর্থ না হওয়া গৌরবের নয়। বরং প্রত্যেক ব্যর্থতার পর উঠে দাঁড়ানোই হলো সত্যিকার অর্থে গৌরবের।’

এসএইচ-১৬/০১/২০ (স্পোর্টস ডেস্ক)