ত্রাণের জন্য মাঠে নামবেন মেসিরা

করোনার বিরুদ্ধে লড়ছে সারা বিশ্ব। বাদ নেই ফুটবলাররাও। নিজেদের বেতন কম নেওয়ার কথা এরিমধ্যে অনেকে বলেছেন। এবার ত্রাণ সংগ্রহে ইগুয়ালাদার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে কাতালান ক্লাবটি।

লা-লিগার ক্লাব ইগুয়ালাদা বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে। ইগুয়ালাদার পৌরসভা ইস্তাদিও মিউনিসিপাল দে লেসে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আপাতত পুরো পৃথিবীর মত স্পেনের ক্রীড়াঙ্গনও আছে স্থগিত। পরিস্থিতি নিরাপদ মনে হলে ম্যাচটি খেলা হবে বলে জানিয়েছে ইগুয়ালাদা।

কভিড-১৯ রোগে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইউরোপ।

ইতালি ও স্পেন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। সবচেয়ে নাজেহাল অবস্থা স্পেনের ইগুয়ালাদার। ইউরোপের সবচেয়ে বেশি মৃত্যু সংখ্যা এই অঞ্চলে।

বার্সেলোনা স্থানীয়দের সঙ্গে সংহতি জানাতে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বে ১০ লাখের কাছাকাছি পৌঁছেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে ৫০ হাজার। স্পেনে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজার ছাড়িয়েছে, প্রাণ হারিয়েছে ১০ হাজারের বেশি।

এসএইচ-০৩/০৩/২০ (স্পোর্টস ডেস্ক)