বেতন ছাড়াও ৩০০ কর্মচারীকে অর্থ সাহায্য দেবে বিসিবি

করোনার সময় যাতে কেউ সমস্যায় না পড়ে। পরিবারকে নিয়ে সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারে তাই কর্মচারীদের জন্য দারুণ উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামসহ বিভিন্ন স্টেডিয়ামের মাঠকর্মী, বোর্ডের পিয়ন, অফিস স্টাফ ও পরচ্ছন্নতা কর্মীসহ মোট ৩০০ কর্মচারীকে এককালীন অর্থ সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ব্যাপারে বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী বলেন, ‘এককালীন একটা অর্থ দেয়া হবে। এখন পর্যন্ত প্রকৃত অর্থের পরিমাণ ঠিক করা হয়নি।

তবে মাঠকর্মী, বিসিবি স্টাফ ও পিয়ন, অফিস স্টাফ এবং পরিচ্ছন্নতা কর্মীসহ ৩০০ স্টাফকে আমরা মাসিক বেতন নিয়মিত দেয়ার পাশাপাশি এককালীন কিছু অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। খুব শীঘ্রই এটা দেয়া হবে।’

বিসিবি এরই মধ্যে জাতীয় দলের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বাইরে পুরুষ ও নারী ক্রিকেটারদের অর্থ সাহায্য করেছে।

বিসিবির বেতন কাঠামোর বাইরে থাকা খেলোয়াড়দের এককালীন ৩০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা এসেছে বোর্ড থেকে। একইভাবে নারী ক্রিকেটারদের জন্যও এককালীন ২০ হাজার টাকা করে দেয়া হবে।

এসএইচ-০৮/০৩/২০ (স্পোর্টস ডেস্ক)