অবসরের ইঙ্গিত কোহলির!

বিরাট কোহলি কি অবসরে যাবেন? বয়স তো মাত্র ৩১ হয়েছে। আরও কয়েক বছর অনায়াসেই খেলা চালিয়ে যাওয়ার কথা। ভারতীয় অধিনায়ক সেটা হয়তো যাবেনও। তবে শরীর যে এত ধকল সইতে পারছে না, সেটিও জানিয়ে দিলেন। ইঙ্গিত দিলেন, কোনো একটি ফরমেট ছেড়ে দেয়ারও। সেটা কি এখনই?

শরীর যদি সাপোর্ট না দেয়, তবে তো টেস্ট ফরমেটই চালিয়ে যাওয়া কঠিন। তবে কোহলির আবার পছন্দ এই ফরমেটটাই। তাই টেস্ট ছাড়ার কথা তিনি ভাবতেই পারেন না। অন্য দুই ফরমেটও হয়তো আগামী বিশ্বকাপ পর্যন্ত চালিয়েই যাবেন। ভারতে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দিলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান।

কোহলি এ সব কথাই বলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসনের সঙ্গে এক লাইভে। এত খেলার চাপ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি বিরতি ঠিকই নিচ্ছি। আমার মনে হচ্ছিল গত ২-৩ মৌসুমে অনেক বেশিই করছি। তাই আমি যখন-তখন ওয়ানডে বা টি-টোয়েন্টি সিরিজে এখানে বা ওখানে বিরতি নিয়েছি। তবে আমি টেস্ট ক্রিকেট মিস করতে চাই না, সত্যি।’

তিনি যোগ করেন, ‘মাঝে এমন কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ ছিল, যেগুলো আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয়নি। আমি সেটা সংবাদ সম্মেলনেও বলেছি। আমি বলেছিলাম, এমন কোনো ম্যাচ খেলতে চাই না যেখানে প্রেরণা বা উদ্যমটা থাকবে শূন্য। আমি এভাবে খেলতে পছন্দ করি না।’

সামনের ওয়ানডে বিশ্বকাপের পর তাই একটা সিদ্ধান্ত নেবেন, আগেভাগেই জানিয়ে রাখলেন কোহলি। বলেন, ‘আমি গত নয় বছরে তিন ফরমেটেই খেলে যাচ্ছি। সঙ্গে আইপিএলে ছয় বছর ধরে নেতৃত্ব দিচ্ছি আরসিবিকে। এটা সহজ নয়। আমি আগামী ২-৩ বছরের জন্য বিশ্বকাপ পর্যন্ত একটা লক্ষ্য স্থির করেছি। আমি সর্বোচ্চটা দিয়েই খেলব। তারপর দেখব কোথায় দাঁড়িয়ে আছি, কোন ফরমেটে খেলব, সব প্রশ্ন তখন আসবে।’

এসএইচ-১৮/০৪/২০ (স্পোর্টস ডেস্ক)