মেয়েদের আইপিএল বা ‘উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ শেষ হয়ে গেল সোমবার। ফাইনালে সুপারনোভাসকে ১৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সালমা খাতুনের দল ট্রেইলব্লেজার্স।
ফাইনালে দলের পক্ষে সেরা বোলার ছিলেন বাংলাদেশের সালমা খাতুন। দুর্দান্ত বোলিং করে মাত্র ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছেন এই টাইগ্রেস স্পিনার।
তবে শুধু ফাইনালে নয়, পুরো টুর্নামেন্টেই আলো ছড়িয়েছেন সালমা। টুর্নামেন্টে একবারও ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে নিজের জাত চিনিয়েছেন এই অলরাউন্ডার।
তিন ম্যাচে ৪ উইকেট নিয়ে নজর কেড়েছেন তিনি। টুর্নামেন্টে ১০ ওভার বোলিং করে ওভার প্রতি মাত্র ৪.৭০ রান দিয়েছেন তিনি।
ট্রেইলব্লেজার্সকে শিরোপা জিততে সালমার এই বোলিং অসামান্য ভূমিকা রাখে।
এসএইচ-১৬/১০/২০ (স্পোর্টস ডেস্ক)