নেইমারকে দেওয়া ‘বাড়তি বেতন’ ফেরত নিতে মামলা করল বার্সা

হিসেবের ভুলে নেইমারকে নাকি বাড়তি বেতন দেওয়া হয়েছিল। তাই এখন এই অর্থ ফিরিয়ে নিতে মামলা করেছে ক্লাব কর্তৃপক্ষ। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’র প্রকাশিত এক খবরে এই তথ্য জানা গেছে।

তাদের খবরে বলা হয়েছে, বার্সার দাবি, হিসাবের ভুলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বেশি বেতন দেওয়া হয়েছিল। এর পরিমাণ প্রায় ১০ মিলিয়ন ইউরো।

২০১৫ সালের আর্থিক নথি পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে, যা এখন নেইমারের কাছে ফেরত চাওয়া হবে। স্পেনের একটি ট্যাক্স এজেন্সি এই তথ্য খুঁজে বের করেছে।

এদিকে আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, এরই মধ্যে বাড়তি বেতনের অর্থ ফেরত পেতে মামলা করেছে বার্সা। যদিও ট্যাক্স এজেন্সিটি জানিয়ে দিয়েছে, যদি পরিস্থিতি সামাল না দেওয়া যায় তাহলে ওই বাড়তি বেতন অর্থাৎ ১০ মিলিয়ন ইউরো ক্লাবের পক্ষ থেকে নেইমারকে দান করা হয়েছে বলে ধরা হবে।

স্পেনের ট্রেজারি বিভাগের কাছে বিপুল পরিমাণ অর্থ দেনা আছে নেইমারের। গত সেপ্টেম্বরে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, পিএসজি ফরোয়ার্ডের দেনার পরিমাণ প্রায় ৩৪.৬ মিলিয়ন ইউরো।

এর আগে স্পেন ছেড়ে পিএসজিতে যাওয়ার পর নেইমারের বিরুদ্ধে চুক্তিভঙ্গের মামলা করে বার্সা। জবাবে বকেয়া বোনাসের ৩.৫ মিলিয়ন ইউরো না দেওয়ায় ক্লাবটির বিপক্ষে উল্টো মামলা করেন নেইমার। তবে সেই মামলা খারিজ করে দেয় আদালত। উল্টো ৬৭ লাখ ইউরো সাবেক ক্লাবকে ফিরিয়ে দিতে তাকে আদেশ দেওয়া হয়।

এসএইচ-১৬/১১/২০ (স্পোর্টস ডেস্ক)