কাতার বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে অনুশীলন শুরু করেছে ব্রাজিল ফুটবল দল। ইনজুরি থাকা সত্ত্বেও, দলের সঙ্গে অবস্থান করছেন নেইমার। বাছাইপর্বে তাঁর খেলা নিয়েও ক্লাব-জাতীয় দল মুখোমুখি অবস্থানে। এদিকে লাগাতার ম্যাচ খেলার কারণে ফুটবলাররা ইনজুরিতে পরছেন বলে মন্তব্য করেছেন ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা। বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনাও।
ব্রাজিলের হেক্সা জয়ের মিশন। কাতার বিশ্বকাপের বাছাইপর্বের শুরুটাও তাদের হয়েছে দুর্দান্ত ভাবে। এখন পর্যন্ত খেলা দুই ম্যাচে সেলেসাওরা পেয়েছে বড় জয়। আর্জেন্টিনার সমান পয়েন্ট হলেও, গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে বিশ্বকাপের সবচেয়ে সফল দলটা।
ফিফা উইন্ডোতে এবার দুটো ম্যাচ ব্রাজিলের। চার দিনের ব্যবধানে ভেনেজুয়েলার পর তারা মুখোমুখি হবে উরুগুয়ের। ম্যাচদুটি সামনে রেখে দলের স্থায়ী ক্যাম্পে অনুশীলন শুরু করেছে তিতের দল।
যদিও এই রাউন্ডের ম্যাচগুলোতে খেলা অনিশ্চিত দলের সবচেয়ে বড় তারকা নেইমারের। দলের সঙ্গে তিনিও অবস্থান করছেন। কিন্তু গেলো মাসে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ চলাকালীন, উরুর ইনজুরিতে পরেন ব্রাজিল ফুটবলের পোস্টারবয়। তার খেলা নিয়েও ক্লাব ও জাতীয় দল মুখোমুখি অবস্থানে। পিএসজি কোচের দাবি ইনজুরি নিয়ে কোনোভাবেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে পারবেন না নেইমার। তবে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে নেইমারকে চান তাঁর কোচ। তার বদলি হিসেবে পেদ্রোকে ডাকলেও, স্কোয়াড থেকে নেইমারকে বাদ দেয় নি
নেইমারের মতই চোট ছিটকে দিয়েছে কৌতিনহো-ফাবিনহোকে। ব্রাজিল অধিনায়কের দাবি স্বল্প বিরতিতে ম্যাচ খেলার প্রভাবই পড়ছে ফুটবলারদের ওপর।
অধিনায়ক থিয়াগো সিলভা বলেন, শুধু কোভিড না, ইনজুরির কারণেও আমরা অনেক খেলোয়াড়কে পাচ্ছি না। পরিমিত বিশ্রাম ছাড়াই আমাদের ম্যাচ খেলতে হচ্ছে। সবাইকে বুঝতে হবে আমরা যন্ত্র না। সম্প্রতি দেখছি টানা তিন-চারটি ম্যাচ খেলার পরই অনেক খেলোয়াড় ইনজুরিতে পরছেন। এটা সবার জন্যই খুব চিন্তার বিষয়।
বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনায় পৌঁছেছে ডি মারিয়া-মেসিরাও। বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল। তৃতীয় রাউন্ডের খেলায় শুক্রবার সকালে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর বুধবার আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ পেরু।
এসএইচ-১৮/১১/২০ (স্পোর্টস ডেস্ক)