বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গেলেন সাকিব

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বেনাপোল হয়ে হয়ে ভারতের উদ্দেশে রওনা দেন সাকিব।

সড়ক পথের এ সফরটি ব্যক্তিগত বলে জানা গেছে।

ভারতে যাওয়ার পূর্বে সাকিব আল হাসান বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন৷

কিছুক্ষণ সেখানে অবস্থান করার পর সরাসরি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতের রওনা দেন৷

এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও ক্রিকেট ভক্তরা উপস্থিত থাকলেও তিনি তাদের সাথে কোনো কথা বলেননি৷

এসএইচ-১৪/১২/২০ (স্পোর্টস ডেস্ক)