সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল জিতে দেশে ফিরছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের ক্রুনাল পাণ্ডিয়া। ফিরে আসার পথে পথে বিমানবন্দরে ক্রুনাল পাণ্ডিয়াকে আটকে দেন ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টালিজেন্স কর্মকর্তারা।
পরবর্তীতে মুম্বাই ইন্ডিয়ানসের ক্রুনাল পাণ্ডিয়াকে মুম্বাই বিমানবন্দরে ডিআরআই কর্মকর্তারা তল্লাশি চালান।
সেখানেই তার ব্যাগ থেকে হিসাববিহীন এমন সোনার অলঙ্কার, দামি ঘড়ি ও বহুমূল্য সামগ্রী জব্দ করা হয়।
জানা যায়, এ সমস্ত জিনিস কেনার বৈধ কাগজপত্র বা নথি তিনি দেখাতে পারেননি। বেশ কিছুক্ষণ ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে তিনি আর কখনো এমন কাজে জড়িত হবেন না বলে মুচলেকা দিলে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টালিজেন্স কর্মকর্তারা তাকে যেতে দেন।
এসএইচ-১৫/১৩/২০ (স্পোর্টস ডেস্ক)