বঙ্গবন্ধু টি- টোয়েন্টি কাপ ২০ নভেম্বর শুরু হচ্ছে না!

প্রাথমিক সূচি অনুযায়ী বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর কথা ছিল ২০ নভেম্বর। বিসিবি এখনো ফিকশ্চার ঘোষণা করেনি। তবে বিসিবিসূত্রে জানা গেছে ২০ নভেম্বর শুরু হচ্ছে না বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।

প্রাথমিক সূচি অনুযায়ী বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হওয়ার কথা ছিল আগামী ২০ তারিখ। বিসিবির পক্ষ থেকে দলগুলোকে এমন ধারণাই দেওয়া হয়েছিল। এটি মাথা রেখেই গতকাল ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। সফলভাবে দলগুলো সেখান থেকে গুঁছিয়ে নিয়েছে নিজেদের স্কোয়াড।

দল সাজানোর কাজ শেষ হলেও প্রাথমিক সূচি অনুযায়ী শুরু হচ্ছে না প্রতিযোগিতাটি। সূত্রমতে, প্রাথমিক সূচির ৪ থেকে ৫দিন পর অর্থাৎ ২৪ কিংবা ২৫ নভেম্বর শুরু হতে পারে প্রতিযোগিতা। মূলত ক্রিকেটারদের কথা চিন্তা করেই টুর্নামেন্টের তারিখ পেছানো হচ্ছে বলে ধারণা পাওয়া গেছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ক্রিকেটারদের বাড়তি অনুশীলনের ব্যবস্থা করে দিতেই খেলা পেছানোর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনাভাইরাসের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করাতে, ২০ তারিখের মধ্যে পাঁচ দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, হোটেল অথোরিটি, স্টাফসহ সবারই করোনা টেস্ট করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এছাড়াও পাঁচ দলের জন্য আলাদা কোভিড হেলথ অফিসারও নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

তিনি বলেন, আমরা যতটুকু খবর পেয়েছি, ২০ তারিখ হোটেলে উঠবে দলগুলো। ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে ঢোকার আগে করোনা টেস্ট করব। এছাড়া প্রত্যেকটা দলের জন্য কোভিড হেলথ অফিসিয়াল নিয়োগ দিবো।

১৮-১৯ তারিখে কোভিড টেস্ট হওয়ার পরই জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন পাঁচ দলের ক্রিকেটারসহ সকল স্টাফরা। তারপরই শুরু হবে পাঁচ দলের ক্রিকেটারদের অনুশীলন।

এসএইচ-১৪/১৪/২০ (স্পোর্টস ডেস্ক)