ভেনেজুয়েলার বিপক্ষে নেইমারহীন ব্রাজিল কষ্টের জয় পেয়েছে। তবে এরই মধ্যে জানা গেছে, আগামী ম্যাচেও উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না পিএসজি তারকা নেইমার। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের এই ম্যাচ আগামী সপ্তাহে।
মঙ্গলবার উরুগুয়ের ম্যাচে তাকে পাওয়া যাবে না বলে জানিয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। প্যারিসের ক্লাব পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার সময় কুঁচকিতে চোট পান নেইমার।
সেই চোটের পর পিএসজির কোচ থমাস টুসেল গত সপ্তাহেই জানিয়েছিলেন, ‘নেমারের পক্ষে অসম্ভব ব্রাজিলের হয়ে খেলতে নামা।’
যদিও ব্রাজিলীয় কোচ তিতে বাদ দিতে চাননি নেইমারকে। ব্রাজিল দলের চিকিৎসক রড্রিগো লাসমার বলেছেন, ‘৪ দিনের অনুশীলনের পরেও নেমারের চোট পুরোপুরি সারেনি।’
এর আগে চোটের জন্য ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন ফিলিপে কুটিনহো, ফ্যাবিনহো, রড্রিগো সাইও, এদের মিলিতাও এবং গ্যাব্রিয়াল মেনিনো।
এসএইচ-২২/১৪/২০ (স্পোর্টস ডেস্ক)