যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর থেকেই মাঠ ও মাঠের বাইরে রীতিমত ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। আলোচনা-সমালোচনায় মাতিয়ে রেখেছেন ক্রিকেটাঙ্গন। গেলো ১০ দিনে সাকিবের কর্মকাণ্ড তুলে ধরা হল।
দেশের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সাকিব আল হাসান। নিষিদ্ধ ছিলেন এক বছর, তবুও ছিলেন আলোচনায়। নিষেধাজ্ঞা থেকে ফিরেছেন আগেই, সাকিব ছুটছেন আপন গতিতে। মার্কিন মুলুক থেকে দেশে ফেরেন ৫ নভেম্বরের মধ্যরাতে। পরদিন সকালেই কোভিডকালের মধ্যেই ছুটে যান একটি সুপারশপ উদ্বোধনে।
এক বছরেরও বেশি সময় পর মিরপুরের হোম অব ক্রিকেটে সাকিবের পা পড়ে গেলো সোমবার। সেদিন ফিটনেস টেস্ট দেয়ার কথা থাকলেও, দেননি সাকিব। হালকা জিমের সঙ্গে ঘুরে দেখেছেন শের-ই-বাংলা।
বুধবার দিনভর আলোচনায় ছিলো সাকিবের ফিটনেস টেস্টের ফলাফল। যা নিয়ে সৃষ্টি হয়েছিলো ধুম্রজাল। পরে সন্ধ্যায় প্রধান নির্বাচক নান্নু জানান, ফিটনেস টেস্টের বেঞ্চমার্ক উৎরাতে পারেননি সাকিব, তবে ছিলেন খুব কাছাকাছি।
পরদিনই বেনাপোল হয়ে কালিপূজা উদ্বোধন করতে যান পশ্চিমবঙ্গে। সেখানে অনুমতি না নিয়ে সেলফি তুলতে যাওয়া এক ভক্তের মোবাইল ফোন ছুড়ে ফেলে, আসেন আলোচনায়।
ভারত থেকে সাকিব ফিরেন শুক্রবার। এরপর দু’দিন আবার লোকচক্ষুর আড়ালে। সুপার সাকিব আবারও ক্যামেরায় ধরা পড়েন রোববার। তবে আউটডোরের অনুশীলনে গণমাধ্যমের প্রবেশে ছিলো বাধ্যবাধকতা।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজ দল জেমকন খুলনার হয়ে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবেন ২০ তারিখ থেকে। তার আগে করবেন ব্যক্তিগত অনুশীলন। মানুষটা সাকিব বলেই আলোচনার পাশাপাশি শ্যেনদৃষ্টিতে থাকেন সবার।
এসএইচ-০৮/১৬/২০ (স্পোর্টস ডেস্ক)