দরিদ্র শিশুদের জন্য হাসপাতালে মেডিকেল সরঞ্জাম দান সচিনের

বহু বছর ধরেই দু:স্থ শিশুদের পাশে দাঁড়িয়েছে তাঁর চ্যারিটি সংস্থা৷ এবার দরিদ্র শিশুদের চিকিৎসার সাহায্যে হাত বাড়ালেন ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকর৷ অসমের একটি চ্যারিটি হাসপাতালে মেডিক্যাল সরঞ্জাম দান করলেন লিটল মাস্টার৷ এই হাসপাতালে ২০০০ দরিদ্র শিশুর চিকিৎসা পাবে৷

কিংবদন্তি এই ক্রিকেটার ইউনিসিফের গুডউইল অ্যাম্বাসাডর৷ অসমের করিমগঞ্জ জেলার মাকুন্দা মেডিক্যাল সরঞ্জাম হিসেবে পেডিয়েটিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (PICU) এবং নেওনাতাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (NICU) দান করলেন সচিন৷

তেন্ডুলকর ফাউন্ডেশন মধ্যপ্রদেশে তপশিল সম্প্রদায়ের জন্য পুষ্টিকর খাবার এবং নর্থ-ইস্টে পিছিয়ে পরা সম্প্রদায়ের সাহায্যের বাড়িয়ে দিয়েছে৷ এবার দরিদ্র শিশুদের চিকিৎসার জন্য সাহায্যে এগিয়ে এলেন ক্রিকেটঈশ্বর৷

মাকুন্দা হাসপাতালের পেডিয়েটিক সার্জেন ডক্টর বিজয় আনন্দ ইসামেইল কিংবদন্তি ব্যাটসম্যান সচিনকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের সাহায্যে একাম ফাউন্ডেন আমাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ এতে এলাকার প্রচুর দরিদ্র শিশুর উপকার হবে৷’

সম্প্রতি শেষ হযেছে আইপিএল৷ বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের ত্রযোদশ সংস্করণে ধারাভাষ্যকার হিসেবে ভারতে ছিলেন ব্রায়ান চার্লস লারা৷ আইপিএল শেষে বাইশ গজে তাঁর দীর্ঘদিনের বন্ধু সচিনের সঙ্গে গলফ কোর্সে লড়াইয়ে নামেন৷

বাইশ গজের মতোই গলফ কোর্সে দু’জনে লড়াই উপভোগ করেন লারা ও সচিন৷ গলফ কোর্সেও একে অপরকে ছাপিয়ে দেওয়ার হাতছানি ছিল এই বন্ধুর মধ্যে৷

এসএইচ-১৮/১৬/২০ (স্পোর্টস ডেস্ক)