ক্লাব বিশ্বকাপের সূচিতে পরিবর্তন এনেছে ফিফা। ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ থেকে ১১ ফেব্রুয়ারি কাতারের দোহায় বসবে প্রতিযোগিতাটির এবারের আসর।
সংস্থার ওয়েবসাইটে মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ফিফা। মহাদেশীয় পর্যায়ের ছয় চ্যাম্পিয়ন দলের অংশগ্রহণে প্রতি বছর হয়ে থাকে এই প্রতিযোগিতা।
গত আসরে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে হারিয়ে শিরোপা জিতেছিল ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের লিভারপুল। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে এবারের আসরে মাঠে দর্শক থাকবে কি-না, তা নিশ্চিত করেনি ফিফা।
২০২১ সালের জুন-জুলাইয়ে বড় পরিসরে ২৪ দল নিয়ে চীনে হওয়ার কথা ছিল ক্লাব বিশ্বকাপ।
কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে পিছিয়ে যায় এবছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা, ফলে নতুন এই পরিকল্পনাও রয়েছে থমকে।
এসএইচ-২০/১৮/২০ (স্পোর্টস ডেস্ক)