ফের ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুক্রবার

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২৪ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হবে। এখন সকল ক্রিকেটার ও দলের অন্যান্য সবাইকে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আনা হবে। সে জন্য সকলের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে শুক্রবার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুধু ক্রিকেটার ও দলের অন্যান্য সদস্যরা নন এই টুর্নামেন্টের সঙ্গে জড়িত সবাই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকবেন। হোটেলকর্মী, মাঠকর্মী থেকে শুরু করে সবাই এর আওতায় থাকবেন।

দেবাশীষ চৌধুরী বলেন, ২০ নভেম্বর পাঁচ দলের ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হবে। আর দলগুলো হোটেলে উঠবে ২১ নভেম্বর। এর আগেই অবশ্য হোটেল কর্মী এবং ৫০ জন গ্রাউন্ডসম্যানের করোনা পরীক্ষা করা হবে।

তিনি আরো বলেন, গ্রাউন্ডসম্যানদের থাকার জন্য মিরপুর ক্রীড়াপল্লীতে ব্যবস্থা করা হবে। সেখান থেকেই তারা যেন মাঠে তাদের যাওয়া-আসা করতে পারে সে পথটা কিভাবে নিরাপদ রাখা যায় সেজন্য আমরা দেখেছি, পরিদর্শন করেছি। জৈব সুরক্ষা বলয়টা যাতে ঠিক থাকে।

এসএইচ-১৭/১৯/২০ (স্পোর্টস ডেস্ক)