কোহলির সন্তানকে অস্ট্রেলিয়ান বলে দাবি করার ‘ফন্দি

আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্যাচ খেলেই দেশে ফেরার কথা ভারত অধিনায়ক বিরাট কোহলির। কেননা সেই সময় কোহলির প্রথম সন্তানের বাবা হওয়ার কথা।

সন্তানসম্ভবা স্ত্রী’র পাশে থাকতেই দেশে ফিরবেন তিনি। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড তার পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করেছে।

আইপিএলের সময় আনুশকা কোহলির সঙ্গে দুবাইয়ে ছিলেন। যদি অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন আনুশকা অস্ট্রেলিয়ায় থাকতেন এবং সেখানেই জন্ম হতো তাদের প্রথম সন্তানের, তবে নবজাতককে জন্মসূত্রে অস্ট্রেলিয়ান বলে দাবি করা যেত।

রসিকতার ছলে এমনটাই জানালেন গাভাসকারের সঙ্গে যার নামাঙ্কিত ট্রফি দখলের লড়াইয়ে নামবে ভারত-অস্ট্রেলিয়া, সেই অ্যালান বর্ডার।

সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনার সময় অজি কিংবদন্তি মজার ছলে বলেন, “আমরা ভেবেছিলাম কোহলি এখানেই তার সন্তানের জন্মের কথা বিবেচনা করবে। তাহলে অন্তত আমরা তাকে জন্মসূত্রে অস্ট্রেলিয়ান বলে দাবি করতে পারতাম।”

এসএইচ-০৮/২১/২০ (স্পোর্টস ডেস্ক)