সাইফউদ্দিন চোটাগ্রস্ত হয়ে মাঠ ছাড়লেন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে অনুশীলনের সময় পায়ে চোট পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আপাতত বিশ্রামে আছেন তিনি। এবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে খেলার কথা সাইফের।

রোববার ঢাকার মিরপুর একাডেমি গ্রাউন্ডে ওয়ার্ম আপের সময় চোট পান সাইফ। মাঠেই নিয়েছেন প্রাথমিক চিকিৎসা। স্ক্যান করে পরবর্তী অবস্থা জানা যাবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহীর এক সূত্র।

মিরপুরে সাইফউদ্দিনকে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছে। এদিন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজশাহী দলের মোহাম্মদ আশরাফুল।

সাইফউদ্দিনের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান ফুটবল খেলতে গিয়ে চোট বাঁধিয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার।

আশরাফুল বলেন, ‘আপডেটটা তো আমিও জানি না। আমরাও ক্লিয়ার না। হালকা ফুটবল খেলতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। পরে এঙ্কেলে লেগেছে।’

এসএইচ-১০/২২/২০ (স্পোর্টস ডেস্ক)