কোহলির সামনে একাধিক রেকর্ড গড়ার সুযোগ

India's Virat Kohli walks back to the pavillion after his dismissal during the first one day international (ODI) cricket match of a three-match series between India and Australia at the Wankhede Stadium in Mumbai on January 14, 2020. (Photo by Punit PARANJPE / AFP) / IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE

আগামী ২৭ নভেম্বর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নামবেন তখন তাঁর সামনে থাকবে একাধিক রেকর্ড গড়ার সুযোগ।

একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা বিরাট কোহলি এই সিরিজেই ছুঁয়ে ফেলতে পারেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। টপকে যাওয়ার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক রিকি পন্টিংকেও।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে শচীনের ঝুলিতে রয়েছে ৯টি শতরান। বিরাটের ইতিমধ্যেই ৮টি শতরান হয়ে গিয়েছে। এই সিরিজে একটি শতরান করলেই তিনি ছুঁয়ে ফেলবেন মাস্টার ব্লাস্টারকে। অজিদের বিরুদ্ধে শচীন খেলেছিলেন ৭০টি ইনিংস, বিরাট খেলেছেন মাত্র ৩৮টি।

এই সিরিজে যেমন বিরাট একটি সেঞ্চুরি করলে শচীনকে ছুঁয়ে ফেলতে পারবেন, তেমনই অধিনায়ক হিসেবে টপকে যাবেন পন্টিংকে। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে অধিনায়ক হিসেবে পন্টিংয়ের ঝুলিতে রয়েছে ৪১টি সেঞ্চুরি।

সমসংখ্যক সেঞ্চুরি করে ফেলেছেন বিরাটও। একটি শতরান করলেই তিনি হয়ে যাবেন ক্রিকেট ইতিহাসে অধিনায়ক হিসেবে সব থেকে বেশি সেঞ্চুরির মালিক।

এসএইচ-১৩/২২/২০ (স্পোর্টস ডেস্ক)